ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপি নেতার ছেলের হামলায় আহত প্রকৌশলী

প্রকাশিত: ০৫:৫৪, ১০ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলে বিএনপি নেতার ছেলের  হামলায় আহত প্রকৌশলী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ অক্টোবর ॥ দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদের সন্ত্রাসী ছেলে আসিফ কামাল তৌসিফের নেতৃত্বে একদল সন্ত্রাসীর হামলা ও মারপিটে দেলদুয়ার উপজেলা পল্লীবিদ্যুত জোনাল অফিসের প্রকৌশলী খন্দকার রাজিব গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৌলভীপাড়ার সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। পল্লীবিদ্যুত অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসী তৌসিফ কয়েক সঙ্গী নিয়ে পল্লীবিদ্যুত অফিসে যায়। সেখান থেকে প্রকৌশলী রাজিবের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে মোবাইল ফোনে মৌলভীপাড়া সিএনজি স্টেশনে ডেকে নিয়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে রাজিব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসী তৌসিফসহ তার ১০/১২ সঙ্গী পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে পল্লীবিদ্যুত অফিসের কয়েক কর্মচারী জানিয়েছেন, পল্লীবিদ্যুত অফিসটি বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদের বাড়িতে হওয়ার সুবাদে তার পরিবারের সদস্যরা নানাভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করে বৈধ-অবৈধ তদবির করে থাকে। তাদের অবৈধ তদবির না মানায় প্রকৌশলী রাজিবের ওপর এ হামলা চালানো হয়। তারা আরও জানায়, ঘটনার পর থেকেই পল্লীবিদ্যুতের সকল কর্মকর্তা ও কর্মচারী আতঙ্কে রয়েছে। এ বিষয়ে পল্লীবিদ্যুতের ডিজিএম আহমেদ শাহ আল জাবের বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছুটি শেষে অফিসে গিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×