ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাশকতা ॥ নীলফামারী সাতক্ষীরায় পাঁচ জামায়াত নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৫:৫৬, ১০ অক্টোবর ২০১৫

নাশকতা ॥ নীলফামারী সাতক্ষীরায় পাঁচ জামায়াত নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর ও ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ পৌর ও ইউনিয়ন জামায়াতের দুই আমিরসহ ৪ জনকে আটক করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের মাধ্যমে রাজনৈতিকভাবে নাশকতা পরিচালনার আশঙ্কায় তাদের ১৫১ ধারায় আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাড়ি থেকে সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ আবদুল মুনতাকিম ও তার ভাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত-শিবির পরিচালিত মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) নীলফামারী জেলার সাধারণ সম্পাদক আল হেলাল ওরফে মুহিতকে আটক করা হয়। তারা ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে। অপরদিকে ডিমলায় বৃহস্পতিবার রাতে খগাখড়িবাড়ি ইউনিয়নের জামায়াতের আমির আনোয়ার হোসেন লেবুকে দোলপাড়া গ্রামের তার নিজবাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মজুর আলী ওরফে মজি শেখের পুত্র। এ ছাড়া উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রাম থেকে আটক করা হয় রংপুরের পীরগাছা উপজেলার তালুকউপাসু গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র জামায়াতকর্মী নুর আলমকে। এদিকে এলাকাবাসী জানিয়েছে নুর আলম রংপুরে জাপান নাগরিক হত্যাকা-ের দিন বিকেলে ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ গ্রামে এসে শ্বশুর ফজলুল হকের বাড়িতে অবস্থান করছিল। তার শ্বশুরও জামায়াতের কর্মী। স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তিনি তার বাড়িতে যাওয়ার সময় পাটকেলঘাটা থানার ইসলামকাটী মোড় থেকে খলিষখালী ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে আটক করে। তিনি তালা উপজেলার কাটাখালী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
×