ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জা না - অ জা না

প্রকাশিত: ০৬:০৯, ১০ অক্টোবর ২০১৫

জা না - অ জা না

* ডিম ফুটে মেয়ে কুমিরছানা বের হবে, না ছেলে কুমিরছানা বের হবে, তা নির্ভর করে কুমিরের আস্তানার তাপমাত্রার উপর। তাপমাত্রা বেশি হলে ছেলে কুমিরছানা হবে আর কম হলে মেয়ে কুমিরছানা হবে। * নীলতিমি সবচেয়ে বড় প্রাণী। ৪টি অতিকায় ডায়নোসর অথবা ২৩টি হাতি অথবা ২৩০টি গরু অথবা ১৮০০ মানুষ এককাতারে দাঁড়ালে যত বড় হবে, একটি নীলতিমি ঠিক ততটাই বড়। * একটি আফ্রিকার হাতি দিনে ৬শ পাউ- খাবার খায়। এই খাবার তার শরীরের ওজনের ৪ শতাংশের সমান। * নীল অনেকের প্রিয় রং, কিন্তু নীল রঙের কোন খাবার নেই। * একটি স্ট্রবেরিতে ২০০টি মতো বিচি থাকতে পারে এবং এটিই একমাত্র ফল যার বিচি ফলের বাইরের দিকে থাকে। * সূর্য এত বড় যে, তার ভেতর অনায়াসে ১৩ লাখ পৃথিবী এঁটে যাবে। সজিব আহমেদ ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, ৯ম শ্রেণী
×