ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৪টি কাপড়ের দোকান ভষ্মিভূত

প্রকাশিত: ১৯:৪৭, ১০ অক্টোবর ২০১৫

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৪টি কাপড়ের দোকান ভষ্মিভূত

স্টাফরির্পোটার,নীলফামারী॥ ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে চারটি থান কাপড়ের দোকান ভস্মিভুত হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। প্রত্যক্ষদশীরা জানায় শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে অবস্থিত বায়েজিদ মুন্নার থান কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের চারটি থান কাপড় ও তৈরী পোকাশের ব্যবসা প্রতিষ্ঠানের থান কাপড়, থ্রীপিস, ওড়না, জ্যাকেট, সোয়েটার ও কাটা কাপড় পুড়ে ছাই হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় ওই এলাকার আরো ২০টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন জানান, প্রাধমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
×