ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উ.কোরিয়ার ব্যাপক সামরিক মহড়া শুরু

প্রকাশিত: ২৩:১৫, ১০ অক্টোবর ২০১৫

উ.কোরিয়ার ব্যাপক সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়া তাদের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে। টেলিভিশনে সরাসরি দেখানো ভিডিও ফুটেজে নেতা কিম জং উনকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করতে দেখা যায়। পিয়ংইয়ংয়ের কোরিয়ান সেন্ট্রাল টিভিতে দেখা যায়, রীতি অনুযায়ী গাঢ় রংয়ের মাও স্যুট পরিহিত কিম হাজার হাজার সৈন্যের অংশ গ্রহনে এ মহড়া পরিদর্শনের আগে এক কমান্ডারের অভিবাদন গ্রহন করেন। সামরিক মহড়া উপলক্ষে রাজধানীর কিম ইল-সুং স্কয়ারে হাজার হাজার সৈন্যকে সারিবদ্ধভাবে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে দেখা যায়। ওই স্কয়ারের আকাশে গ্যাস ভর্তি একটি বেলুন উড়ানো হয়েছে এবং ওই বেলুনে একটি বিশাল ব্যানারে লেখা রয়েছে, ‘অজেয় কোরিয়ার ওয়ার্কার্স পার্টি দীর্ঘজীবী হোক।’
×