ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কমিটির অভিষেক

প্রকাশিত: ০০:০৫, ১০ অক্টোবর ২০১৫

সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কমিটির অভিষেক

অনলাইন রিপোর্টার ॥ সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত ত্রয়োদশ কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন(এম.পি)। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক মো: হাবিবুর রহমান সিরাজ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের কেন্দীয় নেত্রীবৃন্দ, ও নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ । এছাড়াও সোনারগাঁও হোটেলের কর্মকর্তা-কর্মচারী, হোটলেস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ সামিম। অনুষ্ঠানে আসন্ন সেনারগাঁও হোটেলের রেনোভেশন, পে-স্কেল, কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহন(৫%) ও নববর্ষ উৎসব ভাতা নিয়ে আলোচনা হয়, এবং বিষয় গুলো বাস্তবায়নের জন্য জোর দাবী জানান নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। শ্রম প্রতিমন্ত্রী এসব দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।
×