ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিএসএফর গুলি বর্ষণে মৃত্যু ॥ তদন্তের সিন্ধান্ত

প্রকাশিত: ০০:০৮, ১০ অক্টোবর ২০১৫

লালমনিরহাট সীমান্তে বিএসএফর গুলি বর্ষণে মৃত্যু ॥ তদন্তের সিন্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট সীমান্তে বিএসএফর গুলি বর্ষণ ও গুলিবিদ্ধ যুবক রহিমের মৃত্যুর ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর সমন্বয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা তদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টা হতে সোয়া ৫ টা পর্যন্ত জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চওড়াবাড়ির ৯২৪ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি বিএসএফের অধিনায়ক পর্যায়ে ফলপ্রসু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয় ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী। ভারতের পক্ষে নেতৃত্ব দেয় কুচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট রমেশ রাম। বৈঠকে বিজিবি এই গুলি বর্ষনের ঘটনায় তীব্রভাষায় প্রতিবাদ জানায়। সেই সাথে একটি লিখিত প্রতিবাদ পত্র পতাকা বৈঠকে হস্তান্তর করে। বৈঠক শেষে ১৫ বিজিবির অধিনায়ক জানান, উভয় দেশের সীমান্তরক্ষীবাহিনীর পক্ষে পদস্থ কর্মকর্তাগণ বৃহস্পতিবারের চওড়াবাড়ি গ্রামে বিএসএফর গুলি বর্ষন ও একজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করবে বলে পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয়। সীমান্তে বিদমান উত্তেজনা প্রশমনে উভয় পক্ষ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
×