ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড় দলে বাট-আসিফ

প্রকাশিত: ০৩:১৩, ১১ অক্টোবর ২০১৫

বড় দলে বাট-আসিফ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বড় দলে ডাক পেলেন ফিক্সিং কলঙ্কে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া দুই তারকা সালমান বাট ও মোহাম্মদ আসিফ। গত ১ সেপ্টেম্বর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে পাওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় তাদের। কলঙ্কিত অপর তারকা মোহাম্মদ আমির আগেই ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন। এবার বড় দল পেলেন বাট ও আসিফ। এক সময়ের চ্যাম্পিয়ন ও সমৃদ্ধ ‘ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা)’ দলটির চেয়ারম্যান জাফর মাহমুদ এ খবর জানিয়েছেন। তিনি বলেন,‘বাট ও আসিফের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা খেলার জন্য প্রস্তুত। তাই আমি আমার ম্যানেজমেন্টকে ওদের সঙ্গে চুক্তি করতে বলেছি।’ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ওঠার পর বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংশোধন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাঁরা। ২০১০ সালের আগস্টে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাট, আসিফ ও আমিরকে বিভিন্ন মেয়াদে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। ওই বছরের ০২ সেপ্টেম্বর জারি করা আদেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তরুণ বোলার মোহাম্মদ আমির। আসিফকে সাত বছর ও তৎকালীন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাটকে দশ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে বাট ও আসিফের সাজার মেয়াদও কমিয়ে পাঁচ বছরে আনা হয়। বয়স কম হওয়ায় এবাং পাকিস্তান বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় চলতি বছর জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ফিরতে আইসিসির অনুমতি পান আমির। ফিরেই বল হাতে ঝড় তোলেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার। কদিন আগে ঘরোয়া নন ফাস্টক্লাস দুই ম্যাচে ১৭ উইকেট নেন তিনি।
×