ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুনির ‘গোল্ডেন বুট’

প্রকাশিত: ০৫:৫৭, ১১ অক্টোবর ২০১৫

রুনির ‘গোল্ডেন বুট’

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের পক্ষে ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন স্ট্রাইকার ওয়েন রুনি। গত মাসে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টিতে গোল করে তিনি দেশের পক্ষে নতুন ইতিহাস গড়েন গোলের। ১৯৬৬ সালে ইংল্যান্ডের পক্ষে একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ববি চার্লটন এতদিন ৪৯ গোল করে সবার ওপরে ছিলেন দেশটির পক্ষে। তাকে ছাড়িয়ে এখন সবার ওপরে বর্তমান ইংল্যান্ড অধিনায়ক রুনি। শুক্রবার ওয়েম্বলিতে এস্তোনিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের দিনে স্বীকৃতির পুরস্কার পেলেন রুনি। এদিন ইনজুরির কারণে খেলতে পারেননি রুনি। ম্যাচের আগে তার হাতে ‘গোল্ডেন বুট’ তুলে দেন ববি চার্লটন। ২৯ বছর বয়সী রুনি ২০০৩ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে প্রথম খেলেছিলেন। তারপর থেকেই দলের অপরিহার্য স্ট্রাইকারে পরিণত হন তিনি। যদিও নানাবিধ ঝামেলায় জড়িয়ে এবং ইনজুরির কারণে বেশ কয়েকবার দলের বাইরে থাকতে হয়েছে তাকে। সইতে হয়েছে বিভিন্ন সময়ে নানাবিধ সমালোচনা। কিন্তু রুনির নৈপুণ্যে ভাটা পড়েনি তেমন। অপরিহার্য সদস্য হিসেবেই খেলেছেন সবমিলিয়ে ১০৭ ম্যাচ। এখন তার নামের পাশে ৫০ গোল। জাতীয় দলের জার্সিতে এর আগে ইংল্যান্ডের হয়ে কেউ ৫০ গোল করতে পারেননি। চার্লটন করেছিলেন ৪৯ গোল। ১৯৭০ সালে অবসর নেয়ার সময় চার্লটনের নামের পাশে ছিল ১০৬ ম্যাচে ৪৯ গোল। দীর্ঘ ৪৫ বছর পর সেটা ভেঙ্গেছেন রুনি। অবশ্য সমান ম্যাচ খেলে তাকে ছুঁয়েছিলেন রুনি আর আরেকটি ম্যাচ খেলে তিনি এগিয়ে যান চার্লটনের চেয়ে। গোল্ডেন বুটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিত্তিমূলের ওপর বসানো হয়েছে বুটটি। শুক্রবার এস্তোনিয়ার বিপক্ষে ইংল্যান্ড মাঠে নামার আগেই ওয়েম্বলিতে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান করা হয়। মাঠে গোল্ডেন বুটটি বয়ে আনেন ব্রিটিশ স্বেচ্ছাসেবকরা। ৭৭ বছর বয়সী চার্লটন সেটা তুলে দেন রুনির হাতে। গোড়ালির ইনজুরির কারণে এদিন খেলতে পারেননি এ স্ট্রাইকার। কিন্তু পুরস্কার নেয়ার সময় স্টেডিয়ামে ‘রুনি, রুনি’ চিৎকারের প্রতিধ্বনি ওঠে। সোমবার লিথুয়ানিয়ার বিপক্ষেও মাঠে ফিরতে পারবেন না তিনি।
×