ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গবর্নর ড. আতিউর রহমান

প্রকাশিত: ০৬:০৫, ১১ অক্টোবর ২০১৫

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গবর্নর ড. আতিউর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গবর্নর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গবর্নর ড. আতিউর রহমান। শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে পেরুর লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে শ্রেষ্ঠ গবর্নর হিসেবে আতিউর রহমানের নাম ঘোষণা করে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি (ঊঁৎড় সড়হবু ওহংঃরঃঁঃরড়হধষ ওহাবংঃড়ৎ-চখঈ)। বাংলাদেশের আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ গবর্নর নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গবর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি আন্তর্জাতিকভাবে বিজনেস টু বিজনেস ইনফরমেশন কোম্পানি হিসেবে আর্থিকগোষ্ঠীকে অনলাইনে তথ্য গবেষণা, কনফারেন্স, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটকে সহায়তা করে থাকে। এর আগেও বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গবর্নর-২০১৫’ পুরস্কার লাভ করেছেন। সেবার তাকে পুরস্কৃত করেছিল লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস মালিকানাধীন ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ‘দ্য ব্যাংকার’ তাকে এ এ্যাওয়ার্ড দেয়। দ্য ব্যাংকারের প্রধান সম্পাদক ব্রেইন ক্যাপলেন চলতি বছরের ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) লন্ডনে হাউস অব লর্ডসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ড. আতিউর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন।
×