ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৮:৩৭, ১১ অক্টোবর ২০১৫

ক্যাম্পাস সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ডিস্টিংগুইশড স্কলারস সিরিজ প্রোগ্রামের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর ব্র্যাক সেন্টারের মিলনায়তনে এক পাবলিক লেকচার অনুষ্ঠিত হয় যেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের প্রফেসর জয়া চ্যাটার্জি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সেমিনারে আলোচনার মূল বিষয় ছিল ‘ইমমোবিলিটি এ্যান্ড পোভার্টি ইন ডিভাইডেড বেঙ্গল (বিভক্ত বাংলায় গতিহীনতা ও দারিদ্র্য)’। এ সময় তিনি হাল আমলের অভিবাসন-সমস্যা, যুক্তরাজ্যে তৃতীয় প্রজন্মের ইসলামীকরণ, অর্থনৈতিক ও জাতিগত অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত এ সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব। পরে ব্র্যাক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এক সম্মাননা স্মারক জয়া চ্যাটার্জির হাতে তুলে দেন। ক্যাম্পাস প্রতিবেদক
×