ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশকোনায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

প্রকাশিত: ১৮:৪৪, ১১ অক্টোবর ২০১৫

আশকোনায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

অনলাইন রির্পোটার ॥ ঢাকার দক্ষিণখানের পূর্ব আশকোনায় একটি বাড়িতে গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন লেগে এক পরিবারের চারজন ও তাদের গৃহকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান। আজ রবিবার সকাল ৭টার দিকে দুই তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান। এরা হলেন- রেহেনা আক্তার (৪০), তার মেয়ে আফসানা আক্তার (১৯), দুই ছেলে রেজওয়ান আহমেদ (১৮) ও তানভির আহমেদ (১২) এবং গৃহ পরিচারিকা সখিনা (৪২)। রেহেনার স্বামী আবুল কাশেম সৌদি আরবে থাকেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান। পরিবারের অন্য সদস্যদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রজেন বলেন, “সম্ভবত গ্যাসের পাইপে ছিদ্র ছিল। সকালে গৃহপরিচারিকা চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গেলেও স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেন।”
×