ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত: ১৯:৩১, ১১ অক্টোবর ২০১৫

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ভূমি ও ভূমিকর সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ঝিনাইদহের কালীগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সপ্তাহের উদে¦াধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম আনার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কৃষক নেতা আব্দুল মজিদ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমূখ। ভূমি সপ্তাহের মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৩ অক্টোবর বিকেলে এ ভূমি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
×