ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ ॥ কক্সবাজারের ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৩ নভেম্বর

প্রকাশিত: ১৯:৫৯, ১১ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ ॥ কক্সবাজারের ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৩ নভেম্বর

স্টাফ রির্পোটার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামত উল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে আগামী ২৩ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে এ মামলায় নতুন একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ র‍বিবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে দু’মাসের সময় চেয়ে এবং নতুন আসামি হিসেবে মৌলভি রমিজ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম। শুনানি শেষে আগামী ২৩ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়ে মৌলভি রমিজ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। একই মামলায় এর আগে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেফতারকৃত একজন মারা যাওয়ায় আসামি হন ১৮ জন। নতুন একজন আসামি হওয়ায় মোট আসামি দাঁড়ালো ১৯ জনেই।
×