ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বন্দুক যুদ্ধে মাদক সম্রাট মিন্টু গুলিবিদ্ধ ॥ অস্ত্র, ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২০:২৩, ১১ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে বন্দুক যুদ্ধে মাদক সম্রাট মিন্টু গুলিবিদ্ধ ॥ অস্ত্র, ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মাদক সম্রাট হিসেবে খ্যাত শাহ আলম মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ দাবী করেছে, বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে মিন্টু। শনিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১৬৫ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ডিবি পুলিশের ৩ সদস্য আহত হয়েছে বলেও দাবী পুলিশের। গুলিবিদ্ধ আহত মিন্টুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল সূত্র জানায়, তার অবস্থা সংকটাপন্ন। অপর আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার পিতার নাম মৃত. সিরাজুন মনির। জেলা শহরের পৌর সভার ৬নং ওয়ার্ডে তার গ্রামের বাড়ী। ইতি পূর্বে আরো পাঁচবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তবে আইনের ফাঁক পোকড়ে সে জেল থেকে বের হয়ে যায়। লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো: নাসিম মিয়া জানান, রাতে সদর উপজেলার পালের হাট এলাকায় টহলে যায় ডিবি পুলিশ। এ সময় কয়েক জন লোককে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখে পুলিশ সন্দেহ করে তাদের জিজ্ঞাসা করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মাদক স¤্রাট শাহ আলম মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র গুরি ও ইয়ারা উদ্ধার করা হয়। পরে পুলিশ আহত মিন্টুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আটক শাহ আলম মিন্টুর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় ৮/১০টি মামলা রয়েছে।
×