ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১ম ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৩ রান

প্রকাশিত: ২১:০৬, ১১ অক্টোবর ২০১৫

১ম ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৩ রান

অনলাইন ডেস্ক॥ ভারত সফরে প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৩ রান। টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিভিলিয়াস প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেন। ৮.৪ ওভারে ৪৭ রানের মাথায় তাদের প্রথম উইকেটেরন পতন ঘটে। এর পর ডুপ্লেসি ও হাশিস আমলা মিলে দলের ১০৪ রানে নিয়ে যান। ৩৭ রানে হাশিম আমলা ও ডুপ্লেসি ৬২ রান করে আউট হলে দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপের মুখে পড়ে। ২৩৮ রানে ৫ম উইকেটের পতন ঘটলে অধিনায়ক ডিভিলিয়াস ও ফাহান বাহাউদ্দিন শেষ ২৯ বলে ৬৫ রান সংগ্রহ করলে দক্ষিণ আফ্রিকার রান পৌঁছায় ৩০৩ এ। ডিভিলিয়াস ৭৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। এই শতকের করতে তিনি ৬ টি ছক্কা ও ৫ টি চারের মার মারেন। বাহাউদ্দিন করেন ১৯ বলে ৩৫ রান। ভারতের পক্ষে উমেশ যাদব ২ টি, অমিত মিশ্রা ২টি ও অশ্বিন ১ টি উইকেট লাভ করেন। কানপুরে ব্যাটিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিভিলিয়াসের ব্যাটিং দেখে দশকরা মুগ্ধ। ইনিংসের শেষ বলে উমেষ যাদবের বলে ছয় মেরে এই অধিনায়ক নিজের শতক পূর্ণ করেন এবং দলের রান তিন শতর অধিক করতে সক্ষম হয়। এই ম্যাচে জিততে ভারতকে করতে হবে ৩০৪ রান।
×