ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে লাশবাহী ট্রাক খাঁদে নিহত-১ ॥ আহত-২০

প্রকাশিত: ২২:২২, ১১ অক্টোবর ২০১৫

বরিশালে লাশবাহী ট্রাক খাঁদে নিহত-১ ॥ আহত-২০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা মসজিদ এলাকায় রবিবার সকালে লাশবাহী ট্রাক খাঁদে পড়ে একজন নিহত ও ২০জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৪জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকের এ দুর্ঘটনায় নিহত অহিদুল ইসলাম (৪০) নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আব্দুল করিমের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, নিহতের চাচা আব্দুল হাকিমের লাশ নিয়ে স্বজনেরা ঢাকা থেকে একটি ট্রাকযোগে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরনদীর মদিনা মসজিদ এলাকা অতিক্রমকালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পরে দূর্ঘটনার শিকার হয়। এসময় ট্রাকে থাকা ২৫ জনের সকলেই কমবেশী আহত ও একজন নিহত হন। এরমধ্যে গুরুতর আহত ১৪জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন-মারুফা আক্তার, সুজন, চাঁদনী আক্তার, জাহিদুল, রোকসনা বেগম, শহীদুল ইসলাম, হালিমা আক্তার, লতা বেগম, আব্দুস সোবাহান, আব্দুল করিম, মালতি বেগম, রেকসোনা আক্তার, ফারুক হোসেন ও আসমা বেগম। এদের সকলের বাড়ি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে।
×