ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ যুব কাবাডি ফাইনাল খেলা

প্রকাশিত: ২২:২২, ১১ অক্টোবর ২০১৫

রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ যুব কাবাডি ফাইনাল খেলা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী॥ ‘যুবরাই গড়বে দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে পুলিশ সুপার কাপ যুব কাবাডি ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় রাজবাড়ী সদর উপজেলা যুব কাবাডি দল ৫৮Ñ১৭ পয়েন্টে পাংশা উপজেলা যুব কাবাডি দলকে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়ার হিসেবে চুন্নু মিয়াকে নির্বাচিত করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম খেলা শেষে বিজয়ীদের হাতে চাম্পিয়ান কাপ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীÑ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী। সমাপনী অনুষ্টানে পুলিশ সুপার জিহাদুল কবির এর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক,পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কাবাডি খেলা উপভোগ করেন।
×