ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বিদেশীর নিরাপত্তায় জেলা প্রশাসকের বিশেষ আইন শৃংখলা সভা

প্রকাশিত: ২২:৫৩, ১১ অক্টোবর ২০১৫

ঈশ্বরদীতে বিদেশীর নিরাপত্তায় জেলা প্রশাসকের বিশেষ  আইন শৃংখলা সভা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ কেপিআই ভুক্ত ঈশ্বরদী নয়টি প্রতিষ্ঠানে কর্মরত ১’শ ২৬ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইন শৃংখলার উন্নয়ন কল্পে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নিদের্শে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাকিল মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবির, র‌্যাবের যুগ্ন পরিচালক শেখ মনিরুজ্জামান, এনএসআইয়ের ডিডি সোরওয়ার্দি মোঃ আলমগীর, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ওসি বিমান কুমার দাস, রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী এবিএম কামরুজ্জামান, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ইনচার্জ রুহুল আমিন, ইপিজেডের সচিব মমিন উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনসহ কেপিআই ভুক্ত
×