ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্রমণ সতর্ক বার্তা নিয়ে অতি প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৭, ১১ অক্টোবর ২০১৫

ভ্রমণ সতর্ক বার্তা নিয়ে অতি প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ কয়েকটি দেশের ভ্রমণ সতর্ক বার্তা নিয়ে অতি প্রতিক্রিয়া কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া বিদেশী নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না সরকার। রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন। এদিকে বাংলাদেশে আইএস আছে এমন বক্তব্য প্রত্যাহারেরও অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই বিদেশী নাগরিক হত্যার প্রেক্ষিতে কয়েকটি দেশের ভ্রমণ সতর্ক বার্তা দেয়ার বিষয়টি অতি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের অনুরোধ থাকবে কোনো দেশই যেন ভ্রমণ সতর্ক বার্তা নিয়ে অতি প্রতিক্রিয়া যেন না দেখায়। দুই বিদেশী হত্যার কারণ কি এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, তদন্তের আগে কোনো কিছুই বলা সম্ভব নয়। তবে তদন্তের আগে কোনো তথ্যই যেন বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে অনুরোধ জানান তিনি।
×