ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান

প্রকাশিত: ২৩:২১, ১১ অক্টোবর ২০১৫

নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক ॥ নতুন ধরনের একটি দূরনিয়ন্ত্রিত ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। রোববার বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আঘাত হানার আগ পর্যন্ত মিসাইলটিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘান। মিসাইলটি লক্ষ্যবস্তুকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়ার শুরু করা বিমান হামলার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। সিরীয় জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর অভিযানে ইরানি বাহিনীর বেশ কিছু সেনাও অংশগ্রহণ করছে। সম্প্রতি এমনই এক অভিযানে সিরিয়ার আলেপ্পো শহরের কাছে ইরানের একবিগ্রেডিয়ার জেনারেল নিহত হন। এছাড়া ইরান ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলেও খবর বেড়িয়েছে।
×