ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পত্নীতলার হাটশাঁওলী সীমান্তে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ০০:২৪, ১১ অক্টোবর ২০১৫

পত্নীতলার হাটশাঁওলী সীমান্তে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আবারো সাপাহার খঞ্জনপুর বিজিবি কোম্পানী সদরের অধীনস্থ পত্নীতলা উপজেলার হাটশাওলী বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা এক অভিযান পরিচালনা করে পাড়াশাওলী এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। ঞ্জনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান জানান, হাটশাওলী ক্যাম্পের বিওপি কমান্ডার হাবিলদার জাকির এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল গত শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে হাটশাওলী সীমান্তের পাড়াশাওলী এলাকার ১৫৩ পিলার এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বহনকারী ব্যাবসায়ীরা ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেন্সিডিলগুলি পরিত্যাক্ত অবস্থায় ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল ৫৬ হাজার ৫০ টাকা। উল্লেখ্য, গত ৫অক্টেবর একই ক্যাম্পের জোয়ানরা একই এলাকা থেকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একমাসের মধ্যে ৫টি অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৬শ’বোতল ফেন্সীডিল উদ্ধার করে। ওই সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করছে বলে সীমান্ত এলাকায় বসবাসকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন।
×