ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবলীগের গ্রন্থকেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০০:৪৪, ১১ অক্টোবর ২০১৫

যুবলীগের গ্রন্থকেন্দ্র উদ্বোধন

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ পরিচালিত গ্রন্থ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিতা কেটে এই গ্রন্থ কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী যুবলীগ জ্ঞাননির্ভর তরুণ গড়ে তোলার যে নতুন ধারা চালু করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের কোন সংগঠনের এ ধরনের গবেষণা কেন্দ্র আছে তা আমার জানা নেই। তিনি বলেন, আমাদের সরকারের ভিশন আনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ নাম নিয়ে অনেকেই নাক সিটকিয়েছে। আর এখন দেখা যাচ্ছে বিশ্বের অনেক দেশ তাদের দেশের নামের সাথে ডিজিটাল ব্যবহার করে এগোতে চাচ্ছে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, “আমরা সব সময় মনে করি অন্ধকার, কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা সবচেয়ে বড় অস্ত্র। রাজনীতি, অর্থনীতি এবং আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞানার্জন করে সত্য ও মিথ্যার ব্যবধান নির্ণয় করার সক্ষমতা অর্জনের জন্য এই গ্রন্থ কেন্দ্র করা হয়েছে বলে জানান তিনি।
×