ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপালের নতুন প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ অলি

প্রকাশিত: ০১:৫০, ১১ অক্টোবর ২০১৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ অলি

অনলাইন ডেস্ক ॥ নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট নেতা খাগড়া প্রসাদ শর্মা অলি। গত ২০ সেপ্টেম্বরে নতুন সংবিধান ঘোষণার পর অলিই নেপালের প্রথম প্রধানমন্ত্রী। রবিবার পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস নেতা সুশীল কৈরালাকে হারিয়ে প্রধান বিরোধীদল ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপাল-মাওবাদীর সমর্থন নিয়ে জয়লাভ করেন সিপিএন-ইউএমএল (ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট)চেয়ারম্যান অলি (৬৩)। ৫৯৯ আসনের পার্লামেন্টে ৫৮৭ আইনপ্রণেতার মধ্যে অলি পেয়েছেন মোট ৩৩৮ ভোট।
×