ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহিনা আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ান

প্রকাশিত: ০৪:৫৭, ১২ অক্টোবর ২০১৫

শাহিনা আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ শাহিনা আক্তারের (২৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি ব্রেন সমস্যায় ভুগছেন। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় সাড়ে তিন লাখ টাকা। কিন্তু শাহিনার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কুমিল্লার বুড়িচং থানাধীন পীতাম্বর গ্রামে তাঁর বাড়ি। তাঁর পিতা নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন। মা, দুই বোন ও এক ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব তাঁর ওপর পড়েছে। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে সংসারের ভরণপোষণ নিয়ে অসহায় হয়ে পড়েছেন শাহিনা আক্তার। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, শাহিনার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর মা ও ভাই বোনেরা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪৮০৪৬০৬৭(বিকাশ)। আর সাহায্য দিন শাহিনার মামা এস এ বাদলের এই সঞ্চয়ী হিসাবে-উত্তরা ব্যাংক লিঃ (অন লাইন), হিসাব নং -১১১০০১২০০৫৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×