ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে বিমান হামলা

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:১৪, ১২ অক্টোবর ২০১৫

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কুন্দুজে অবস্থিত ‘ডক্টরস উইদআউট বর্ডারস’ (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগণ) মুখপাত্র পিটার কুক এ কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত হাসপাতালটির মেরামত খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। কুন্দুজের ওই হাসপাতালে ৩ অক্টোবর ভোরে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন এমএসএফের কর্মী। হামলায় হাসপাতালটি আংশিক বিধ্বস্ত হয়েছে। হামলার ঘটনাটিকে ‘গুরুতর ভুল’ বলে স্বীকার করে নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনার জন্য এমএসএফের কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষতিপূরণ দেয়ার ঘোষণায় কুক বলেন, কুন্দুজের হাসপাতালটিতে চালানো শোচনীয় হামলার ফলাফলের গুরুত্ব তুলে ধরা উচিত বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত সবাইকে উপযুক্ত ‘ক্ষতিপূরণ’ দেয়া হবে এবং প্রয়োজনে এ বিষয়ে কংগ্রেসের সহায়তা নেয়া হবে বলে জানান তিনি। অপরদিকে এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বর্ণনা করে আন্তর্জাতিক কমিশন গঠন করে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে আসছে এমএসএফ। ড্রোন প্রতিরোধে ফ্রিজিং রে স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি মোকাবেলায় যুক্তরাজ্যের তিনটি প্রতিষ্ঠান মিলে উদ্ভাবন করেছে ‘ফ্রিজিং রে’। সিগন্যাল জ্যাম করে দিয়ে নিয়ন্ত্রণকারীর সঙ্গে ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে সক্ষম ফ্রিজিং রে। নির্মাতারা নতুন এ প্রযুক্তির নাম দিয়েছেন ‘এ্যান্টি-ইউএভি ডিফেন্স সিস্টেম। -বিবিসি গ্রহাণু ৮৬৬৬৬ প্রচ- গতিবেগ নিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসল বিশালাকার এক গ্রহাণু। তবে ১.৬ মাইল চওড়া গ্রহাণুটি পৃথিবীর একেবারে কাছ ঘেঁষে বেরিয়ে যায়। রবিবারই পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যায় এটি। তা নিশ্চিত করেছেন নাসার গবেষকরা। এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে বিজ্ঞানীরা এর নম্বর দিয়েছেন ৮৬৬৬৬। সেপ্টেম্বরের শুরু থেকে পৃথিবী ও এই গ্রহাণুর কক্ষপথ মিলতে শুরু করে। অবশেষে এটি ঢুকে পড়ে পৃথিবীর কক্ষপথে। নবেম্বরের মাঝামাঝি থেকে এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। -ওয়েবসাইট
×