ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান কার্ডিয়াকের ৩ ডাক্তার ফের রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৮, ১২ অক্টোবর ২০১৫

এশিয়ান কার্ডিয়াকের ৩ ডাক্তার ফের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক এ্যান্ড জেনারেল হাসপাতালে অবহেলাজনিত কারণে চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যুর মামলায় ৩ চিকিৎসককে ফের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। চিকিৎসক তিনজন হলেন ডাঃ শিশির রঞ্জন দাস, ডাঃ আব্দুল্লাহ আল আহাদ ও ডাঃ আফতাব উদ্দিন। বৃহস্পতিবার তিন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এসআই কমল কৃষ্ণ সাহা। রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ অক্টোবর এ ৩ চিকিৎসককে সন্দিগ্ধ আসামি হিসেবে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। গত ২ অক্টোবর রাজধানীর লালমাটিয়ার বি-ব্লকের ৩/৩ নম্বরের এশিয়ান কার্ডিয়াক এ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যু ঘটে। নিহত তিন শিশু হলো, ১৪ দিন বয়সী শিল্পী আক্তার, ৩ দিন বয়সী কাকলী ও ৪০ দিন বয়সী আফরিন। বিইউপির বিশেষ সিনেট সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিশেষ সিনেট সভা রবিবার বিইউপি প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ। সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মোঃ মর্তুজা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরে উন্নয়ন খাতে ২৯৮ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল, তা বর্তমানে একনেকে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সিনেট সভায় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এবং সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহসহ সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×