ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুধবার শুরু শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

র‌্যাঙ্কিং উন্নতির লড়াই

প্রকাশিত: ০৫:২১, ১২ অক্টোবর ২০১৫

র‌্যাঙ্কিং উন্নতির লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ দশ দলের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে শ্রীলঙ্কা, আর আটে ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই তলানির দিকে। বুধবার গলে প্রথম টেস্টে অতিথি উ.ইন্ডিজের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। সাম্প্রতিক ঘরের মাটিতে পাকিস্তান ও ভারতের কাছে টানা দুই সিরিজে হারে শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ে নেমে যায় কয়েক ধাপ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হারা ক্যারিবিয়রা ড্র করে ইংল্যান্ডে সঙ্গে। শ্রীলঙ্কা সফরে দিনেশ রামদিনকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে তরুণ জেসন হোল্ডারকে। অতিথি দলেও এসেছে একাধিক পরিবর্তন। সব মিলিয়ে এই সিরিজ তলানিতে থাকা দু’দলের জন্যই র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শেষ অর্ধে থেকে ধুঁকছে এবং উভয় দলই সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে নিজেদের হারানো গৌরব কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টা করবে। প্রকৃত সত্য হচ্ছে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) নিজেদের বাজে পারফরমেন্সের মূল্য ইতোমধ্যেই দিয়েছে এক সময়ের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে দলটি। ক্যারিবিয়দের পেছনে ফেলে সেখানে সপ্তম দল হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগাররা। সে ভিন্ন বিষয়। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৮৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা আর ৮১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের ব্যবধান কমাতে সংক্ষিপ্ত এ সিরিজে নিজ মাঠের সকল সুবিধাই কাজে লাগাতে চাইবে স্বাগতিক লঙ্কানরা। সফরকারী উ.ইন্ডিজকে ২-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করতে পারলে স্বাগতিক লঙ্কানরা সহজেই ছয় পয়েন্ট অর্জন করবে। তাহলে ৪ পয়েন্ট কমে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৭। ঠিক একইভাবে সিরিজ জিতে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের সামনেও। ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৮৭ পয়েন্ট নিয়ে বর্তমানে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কাকে টপকানোর সুযোগ থাকছে হোল্ডার বাহিনীর সামনে। আর লঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজে হারাতে পারলে ১ পয়েন্ট পাবে ক্যারিবিয়রা। তবে সাম্প্রতিক ব্যর্থতা মুছে আরও একবার চোখ ধঁাঁধানো পারফরমেন্স দিয়ে আইসিসি ক্রিকেটারদের ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে নিজের ভালো অবস্থান আরো সুসংহত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন শ্রীঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। মিডল অর্ডারয়ে ব্যাটসম্যানই উভয় দলের মধ্যে একমাত্র খেলোয়াড় যিনি শীর্ষ দশ টেস্ট খেলোয়াড় (ব্যাটিংয়ে পঞ্চম) তালিকার মধ্যে রয়েছেন। তার পয়েন্ট এখন ৮৭০। সুযোগ আরও ওপরে ওঠার। বোলিংয়েও দু’দলের মধ্যে সেরা দশের একমাত্র সদস্য রঙ্গনা হেরাথ আছেন নবম স্থানে।
×