ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্ডার কুয়ালালামপুর জয়

প্রকাশিত: ০৫:২২, ১২ অক্টোবর ২০১৫

কর্ডার কুয়ালালামপুর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের তরুণী গলফার জেসিকা কর্ডা ক্যারিয়ারের চতুর্থ শিরোপা জিতেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দারুণ গরমের একটা দিন ছিল। এর মাঝেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি। চার স্ট্রোকেই তিনি শেষ করেন। ২২ বছর বয়সী এ মার্কিন তারকা সেভেন হোলের এ গলফ টুর্নামেন্টে শেষদিন ৫ বার বার্ডি করেছেন। ২০১০ সালে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন কর্ডা। তবে পিজিএ ট্যুর প্রোগ্রামে প্রথম অংশ নেন ২০১১ থেকে। ২০১২ সালে প্রথম পিজিএ ট্যুর জেতেন মহিলাদের অস্ট্রেলিয়ান ওপেন গলফে শিরোপা জয়ের মাধ্যমে। তবে পরবর্তী বছর আর সাফল্যটা ধরে রাখতে পারেননি এবং নিজের উন্নতিটাও দেখাতে পারেননি। তবে গত বছর জানুয়ারিতে পিউর সিল্ক বাহামাস এলপিজিএ ক্ল্যাসিক এবং মে মাসে এয়ারবাস এলপিজিএ ক্ল্যাসিক জয় করেন। এ বছরটাও প্রায় শেষ হয়ে যাচ্ছিল কোন সাফল্য ছাড়াই। অবশেষে মালয়েশিয়ার এলপিজিএ জিতলেন তিনি। ফাইনাল রাউন্ডে তিনি প্রতিপক্ষদের চেয়ে দুই স্ট্রোক এগিয়ে ছিলেন। মালয়েশিয়ায় এ ট্যুর জয়ের মাধ্যমে কর্ডা পকেটে পুরেছেন ৩ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় র‌্যাঙ্কিংধারী নিউজিল্যান্ডের ১৮ বছর বয়সী তারকা লিডিয়া কো, তিন নম্বর স্ট্যাসি লুইস এবং গত আসরে কুয়ালালামপুর থেকে শিরোপা জিতে যাওয়া শানশ্যান ফেং যৌথভাবে দ্বিতীয় হয়েছেন। ২০১২ সালের চ্যাম্পিয়ন শীর্ষ র‌্যাঙ্কিংধারী দক্ষিণ কোরিয়ার ইনবি পার্ক ১৫তম হয়ে শেষ করেছেন। অথচ এ বছর ৫টি মেজর আসরের দু’টিতেই শিরোপা জিতেছিলেন তিনি।
×