ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বর্ধিত খাজনা প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৫:৩৩, ১২ অক্টোবর ২০১৫

 বর্ধিত খাজনা প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভূমি উন্নয়ন কর দ্বিগুণ থেকে সাতগুণ করায় তা প্রত্যাহারের দাবিতে নগরীতে রবিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে জেলার বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি। এতে এসকান্দার আলী সিকদারের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেনÑ ফরিদ উদ্দিন, দেওয়ান আবদুর রশিদ নিলু, ফারুক সিকদার প্রমুখ। বিনামূল্যে পশু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ অক্টোবর ॥ নওগাঁর আত্রাইয়ে বন্যাকবলিত বিশা ইউনিয়নের রোগাক্রান্ত গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিশা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লার নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ভাঙ্গাজাঙ্গাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। প্রেসক্লাব ভবন সম্প্রসারণ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ১১ অক্টোবর ॥ পটুয়াখালী প্রেসক্লাবের দ্বিতল ভবনের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। রবিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি কাজের উদ্বোধন করেন। পটুয়াখালী জেলা পরিষদ কর্তৃক ২০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবর এই ভবনের তৃতীয় তলা সম্প্রসারণ করা হবে। এ সময় অমিতাভ সরকার , স্বপন ব্যানার্জী, সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শিশু অধিকার বিষয়ক সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিশ্ব শিশু দিবস, কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শিশু একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলে আজিম, সিভিল সার্জন মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
×