ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বিদ্যালয়ের নামকরণকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ১৮:৫৩, ১২ অক্টোবর ২০১৫

ঝিনাইদহে বিদ্যালয়ের নামকরণকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর বিসিবি মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশর ৯ রাউন্ড ফাঁকা গুলি ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডাঙ্গা গ্রামের শফি উদ্দিন, রিয়াজুল ইসলাম, মঈদুল ইসলাম ও বাটিকাডাঙ্গা গ্রামের সবদুল ইসলাম। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন, ভোমরাডাঙ্গা গ্রামের বিসিবি মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ নিয়ে বিদ্যালয়ের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার ও প্রধান শিক্ষক ইয়াকুব আলী ওরফে ইকা’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার সকালে সভাপতি ও প্রধান শিক্ষক পক্ষের লোকজন ঢাল, ভেলা, রাম দা লাঠি-সোঠা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন শান্ত বলে তিনি জানান। তবে এ নিয়ে চরম উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
×