ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে স্বামীর নির্যাতনে আহত গৃহবধুর সদর হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ২৩:১৫, ১২ অক্টোবর ২০১৫

নাটোরে স্বামীর নির্যাতনে আহত গৃহবধুর সদর হাসপাতালে মৃত্যু

সংবাদদাতা, নাটোর॥ নাটোরে পাষন্ড স্বামীর নির্যাতনে গুরুত্বর আহত গৃহবধু আরিফা আখতার সাথী চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে মারা গেছে। শনিবার আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তবে এঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এদিকে ঘটনার পর থেকে ঘাতক স্বামী রুবেল ইসলাম(২৬) পলাতক রয়েছে। নাটোর সদর থানার এস আই আবু সাহাদাত ও নিহত আরিফার মামা আনোয়ার হোসেন জানান, আরিফা আখতার সাথী ও রুবেল দুজনই ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করত। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রায় দুই বছর পূর্বে দুজনই তাদের নিজ ইচ্ছায় বিয়ে করে ঢাকার আশুলিয়াতে বসবাস করছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবহিকতায় গত বৃহস্পতিবার রুবেল তার স্ত্রী সাথীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এসময় সাথীর আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালের ব্যায় ভার বহন করতে না পেরে সাথীর স্বজনরা শনিবার তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী রবিবার সন্ধ্যায় মারা যায়। নিহত সাথী নাটোর সদর উপজেলার জয়নগর গ্রামের আলফু মিয়ার মেয়ে। রুবেল বাগের হাটের ধানশিরি এলাকার আব্দুল হাই শিকদারের ছেলে।
×