ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত ৪ সিগারেট বিক্রেতা দোকানীকে জরিমানা করেছে

প্রকাশিত: ২৩:২০, ১২ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত ৪ সিগারেট বিক্রেতা দোকানীকে জরিমানা করেছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহারের উপর ভ্রাম্যমান আদালত ৪ জনকে সিগারেট বিক্রেতাকে ১০৫০ টাকা জরিমানা করেছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের হালিমা বডিং চৌমাথার পানু মিয়াকে ২০০ টাকা, কাটপট্টি টলার ঘাট এলাকার বাপ্পি বিশ্বাসকে ৫০০ টাকা, কাটপট্টি হরিপদ মিস্ত্রিকে ২০০ টাকা এবং উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দোকানি শিবু সাহাকে ১৫০ টাকা জরিমানা করেছে। এই দোকানগুলিতে সিগারেটের প্যকেট সাজিয়ে ডিসপ্লে করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে এই সকল দোকানি যে, সকল সিগারেট কোম্পানীর প্যাকেট সাজিয়ে ডিসপ্লে করে রেখেছিল তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানী জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমান আদালতের সাথে জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।
×