ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২২, ১২ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারী সকল বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়ার সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের কর্মতৎপরতা পর্যালোচনা করা হয়েছে। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. মিজানুর রহমান বক্তব্য রাখেন। সভায় জাতীয় ভাবে বিদ্যুৎ উৎপাদন সন্তোষ জনক হলেও ঝালকাঠিতে বিদ্যুৎ বিতরন ব্যবস্থার ত্র“টি বিচ্যুতি, শিক্ষা ক্ষেত্রে স্কুল গুলিতে মাল্টি মিডিয়া ক্লাস পরিচালনা কম হওয়ার বিষয় এবং আগামী আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারী নির্ধারিত মুল্যে ধান ক্রয় করার বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও জেলা জুড়ে মা ইলিশ সংরক্ষন কার্যক্রম সফল ভাবে ও আন্তরিকতার সাথে পালন করায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সভায় অকাঠামো উন্নয়ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে টেকসই উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। সভায় কাঠালিয়ার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
×