ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুশ বিমান হামলার পক্ষে পুতিনের যুক্তি

প্রকাশিত: ০০:০৯, ১২ অক্টোবর ২০১৫

রুশ বিমান হামলার পক্ষে পুতিনের যুক্তি

অনলাইন ডেস্ক ॥ সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ‘বৈধ কর্তৃপক্ষকে স্থিতিশীল’ করার লক্ষ্যে দেশটিতে রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানায়, রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোজিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মস্কো সিরিয়ায় ‘রাজনৈতিক সমঝোতার পরিবেশ’ তৈরি করতে চাচ্ছে বলেও দাবি করেন তিনি। রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্যস্থল না করে সিরিয়ার মধ্যপন্থি বিরোধী গোষ্ঠীগুলোকে লক্ষ্যস্থল করা হচ্ছে, এমন অভিযোগ অস্বীকার করেন পুতিন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো প্রেসিডেন্ট আসাদকে সমর্থন না দিলে সিরিয়া ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ দখলে চলে যাবে। ‘জঙ্গিরা দামেস্কের প্রান্তে চলে এসেছে’ এবং প্রেসিডেন্ট আসাদ এখন ‘চারদিক থেকে ঘেরাও’ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। সাক্ষাৎকারে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে উদ্যোগ’ নেওয়ার জন্য অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান পুতিন। রুশ বিমান হামলার ছত্রছায়ায় সিরিয়ার সরকারি বাহিনী দেশটির বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে খবর পাওয়া গেছে।
×