ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবিতে কর্মচারী-সহায়ক কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ০০:১৩, ১২ অক্টোবর ২০১৫

ইবিতে কর্মচারী-সহায়ক কর্মচারীদের মানববন্ধন

ইবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয় কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল প্রদান, চাকরীর সময়সীমা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন করে তারা। জানা যায়, গতকাল সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় কর্মচারীরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সভাপতি ও আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাংগঠনিক সচিব আতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী ও সহায়ক কর্মচারী উপাস্থিত ছিলেন। কর্মচারীদের উত্থাপিত দাবিগুলো হলো: সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল প্রদান করতে হবে, কর্মচারীদের চাকরীর বয়সসীমা ৬০ বছর থেকে ৬৫ বছর করতে হবে, জাতীয় পে-স্কেল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় বহাল রাখা, পদোন্নতীর নীতিমালা অনুযায়ী আর্থিক সুভিধাসহ শর্ত পূরনের দিন থেকেপদোন্নতি প্রদান করতে হবে, কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা আর্জন করলেই স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট; সিন্ডিকেটসহ কর্মচারীদের সার্থ সংশ্লিষ্ট সকল কমিটিতে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে।
×