ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পণ্য পাটের ব্যাগে না তুললে ঋণ দেয়া হবে না

প্রকাশিত: ০১:০৭, ১২ অক্টোবর ২০১৫

পণ্য পাটের ব্যাগে না তুললে ঋণ দেয়া হবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উতপাদনকারী ও সরবারাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করে তবে তাদেরকে ব্যাংক থেকে কোন ধরনের ঋণ সুবিধা প্রদান করা হবে না। সোমবার বাংলাদেশ ব্যাংক পাটজাত মোড়কের ব্যবহার বাস্তাবায় নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে একটি সাকুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকর প্রধান নির্বাহীদের নির্দেশ দেয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উতপাদনকারী ও সরবারাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো পণ্যের মোড়কজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে ব্যাংক ঋণ সুবিধা প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আন্তমন্ত্রণায়ের সভায় গৃহীত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ব্যাংকগুলোকে যথাযত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
×