ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবেক পাক মন্ত্রীর বইয়ের প্রকাশনা ॥ আয়োজকের মুখে কালি শিবসেনার

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ অক্টোবর ২০১৫

সাবেক পাক মন্ত্রীর বইয়ের প্রকাশনা ॥ আয়োজকের মুখে কালি শিবসেনার

পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে আবারও বিতর্কে জড়ালো ভারতের মুম্বাইভিত্তিক কট্টর ডানপন্থী রাজনৈতিক দল শিবসেনা। কিছুদিন আগে পাকিস্তানের গজল সম্রাট গুলাম আলীর অনুষ্ঠান বন্ধ করে দেয়ার পর এবার সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই ‘নাইদার আ হক, নর আ ডাভ’ এর ভারতীয় সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করার ‘অপরাধে’ মুখে কালি মাখিয়ে দেয়া হলো সাবেক কূটনীতিক ও বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে। খবর জি নিউজের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও সোমবার সকালে কুলকার্নির মুম্বাইয়ের বাড়ির সামনে তার মুখে কালি লেপে দেয় শিবসেনা কর্মীরা। এদিন বিকেলে ওরলির নেহরু সেন্টারে বইটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনার নিন্দা করেছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, এএপি নেতা আশুতোষ, কংগ্রেসের দিগি¦জয় সিং। শিবসেনার হুমকির কথা মাথায় রেখেই রবিবার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন কুলকার্নি। সেই সময় উদ্ধব তাকে দলের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেন। নেহরু সেন্টারের ডিরেক্টরকে একটি চিঠি লিখে এই অনুষ্ঠান বাতিলের দাবিও জানানো হয় শিবসেনার পক্ষ থেকে। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ শেষ ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে সোমবার প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ১০ জেলার ৪৯ আসনে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন ভোট দেয়ার জন্য বুথে বুথে লম্বা লাইন পড়ে যায় ভোটারদের। তবে গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপির। বিজেপির কাছে বিহারের ভোট অগ্নিপরীক্ষার শামিল। বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মূল প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ মহাজোটের দুই নেতা লালু-নীতিশের কাছে এবারের ভোট অস্তিত্ব রক্ষার লড়াই। এ নির্বাচনে শেষ হাসি কে হাসবে, মোদি-অমিত জুটি, না লালু-নীতিশ, তা জানতে অপেক্ষা করতে হবে ৮ নবেম্বর পর্যন্ত। সোমবার প্রথম দফায় বেশিরভাগ মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ভোট গ্রহণ হয়। প্রথম দফার নির্বাচনে ৫৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৪ নারী প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সোমবার ১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৩৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
×