ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিলারি নিরাপত্তা বিপন্ন করেননি ॥ ওবামা

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ অক্টোবর ২০১৫

হিলারি নিরাপত্তা বিপন্ন করেননি ॥ ওবামা

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে হিলারি রডহ্যাম ক্লিনটনের সরকারী কাজকর্ম পরিচালনায় ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করা ভুল হয়েছিল, তবে তা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেনি। প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার প্রচারিত সিবিএস-এর ৬০ মিনিট অনুষ্ঠানে প্রদত্ত এক সাক্ষাতকারে একথা বলেছেন। ওবামা বলেন, সরকারী কর্মকর্তাদের প্রকৃত ঘটনা ও ব্যক্তিগত তথ্য নাড়াচাড়ার ক্ষেত্রে অধিকতর সংবেদনশীল হতে হবে। একই সঙ্গে তিনি একথাও বলেন যে, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভেল ডেমোক্র্যাটিক দলীয় প্রতিযোগিতায় মিসেস ক্লিনটনের সমালোচনা রাজনীতির কারণে ‘অতিরঞ্জিত’ করা হয়েছে। ওবামা বলেন, ‘আমি মনে করি তিনি প্রথমবারের মতো একথা স্বীকার করে নেবেন যে, তিনি প্রথম সিদ্ধান্তটি আরও ভালভাবে এবং প্রকাশিত বিষয় আরও দ্রুত মোকাবেলা করতে পারতেন।’ ওবামা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিকে তেমন গুরুত্ব দেননি। সরকারী গোপন বিষয় ব্যক্তিগত কম্পিউটারে ধারণের জন্য তাঁর প্রশাসন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট বলেন, তিনি এরকম কোন ধারণা পাননি যে, সেখানে ‘কোনকিছু গোপন করা কিংবা ভবিষ্যতের জন্য তথ্য ধারণ করে রাখার কোন অভিপ্রায় ছিল।’ -টেলিগ্রাফ
×