ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শক্তভাবে ঘুরে দাঁড়াল পুুঁজিবাজার

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ অক্টোবর ২০১৫

শক্তভাবে ঘুরে দাঁড়াল পুুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দরপতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ব্যাংকের সঙ্গে অন্যান্য শক্ত মৌলভিত্তি কোম্পানিগুলোর দর ও লেনদেন বৃদ্ধির কারণেই বড় ধরনের উর্ধগতি দিয়ে ফিরে আসল পুঁজিবাজারটি। সেইসঙ্গে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২৩ দশমিক ০৪ শতাংশ। এর আগে গত ছয় কার্যদিবসের চারটিতেই সূচক কমেছিল, উল্টো বেড়েছিল দুই কার্যদিবসে। তবে সোমবারে শুরু সূচকই বাড়েনি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। শুধু তাই নয় দিনটিতে লেনদেনের শীর্ষের চারটিই ছিল ব্যাংক। দিনভর লেনদেনের শীর্ষেও ব্যাংকগুলো। তবে এর বাইরে সাবমেরিন ক্যাবলের মতো কোম্পানিগুলো ছিল দরবৃদ্ধির শীর্ষে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবারে সকালে থেকেই আগের দিনের তুলনায় সূচক ও লেনদেন বাড়তে থাকে। তবে বেশিরভাগ বিনিয়োগকারীর নজরই ছিল ব্যাংকের দিকে। ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের সময় ঘনিয়ে আসাতেই বিনিয়োগকারীরা খাতটির প্রতি আগ্রহ দেখাচ্ছে। ফলে সার্বিক সূবকেও যার প্রতিফলন দেখা গেছে। দিনশেষে ডিএসইর সব ধরনের সূচকই বেড়েছে প্রায় ১ শতাংশ করে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি টাকার। যা রবিবারের তুলনায় ৭৭ কোটি ৯৯ লাখ টাকা বা ২৩ দশমিক ০৪ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট মিলস, সিটি ব্যাংক এবং সাইফ পাওয়ারটেক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, আইসিবি ইসলামী ২য় মিউচুয়াল ফান্ড, এএফএল মিউচুয়াল ফান্ড ১, আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল ও এশিয়া ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা, মেঘনা পেট্রোলিয়াম, বিডি ওয়েল্ডিং, সানলাইফ ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়ার ও বিডি ল্যাম্পস। একইসঙ্গে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, মোজাফফর হোসেন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার।
×