ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পণ্য পাটের ব্যাগে না তুললে ঋণ দেয়া হবে না

প্রকাশিত: ০৫:৪২, ১৩ অক্টোবর ২০১৫

পণ্য পাটের ব্যাগে না তুললে ঋণ দেয়া হবে না

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করে তবে তাদের ব্যাংক থেকে কোন ধরনের ঋণ সুবিধা প্রদান করা হবে না। সোমবার বাংলাদেশ ব্যাংক পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়ন নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো পণ্যের মোড়কজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে ব্যাংক ঋণ সুবিধা প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। -অর্থনৈতিক রিপোর্টার ভারতের বাজারের জন্য আইফোন সিক্সের মূল্য ঘোষণা অপেক্ষা শেষ। ভারতের বাজারে আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাসের দাম ঘোষণা করল এ্যাপল। বৃহস্পতিবার দিল্লীতে ডিস্ট্রিবিউটররা জানান, দুটি মডেলেই সব থেকে কম ৬২ হাজার টাকায় পাওয়া যাবে। হাই এন্ড মডেল পাওয়া যাবে ৯২ হাজার টাকায়। সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের বাজারে ফোন দুটির দাম বেশ কিছুটা বেশি। গত ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হওয়ার পর থেকে ইবে ইন্ডিয়া, কুইকার, ওএলএক্স ও ফ্লিপকার্টের মতো সাইটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছিল আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস। আইফোন সিক্সের ১৬ জিবি স্টোরেজ ফোনের দাম ৬২ হাজার টাকা, ৬৪ জিবি স্টোরেজ ফোনের দাম ৭২ হাজার টাকা ও ৮২ হাজার টাকা। অন্যদিকে, আইফোন সিক্স প্লাসের ১৬জিবি, ৬৪ জিবি ও ১২৮জিবি ফোনের দাম যথাক্রমে ৭২ হাজার, ৮২ হাজার ও ৯২ হাজার টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন সিক্স ১৬জিবি স্টোরেজের দাম ৬৪৯ মার্কিন ডলার (৪২,২৩৫ টাকা)। -অর্থনৈতিক রিপোর্টার
×