ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর পর আশুলিয়া রণক্ষেত্র, গাড়িতে আগুন গার্মেন্টসে ছুটি

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ অক্টোবর ২০১৫

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর পর আশুলিয়া রণক্ষেত্র, গাড়িতে আগুন গার্মেন্টসে ছুটি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ অক্টোবর ॥ সোমবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার জের ধরে তিনটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। ভাংচুর করা হয় প্রায় অর্ধশত গাড়ি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ সময় জামগড়াসহ আশপাশের বেশ কিছু কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। জানা গেছে, এদিন সকালে জামগড়া এলাকার ‘পলমল’ নামক পোশাক কারখানার সামনে শ্রমিক আলেয়াকে একটি হিউম্যান হলার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর ওই কারখানাসহ আশপাশের কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক গাড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অবৈধ হিউম্যান হলার চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা একযোগে সড়কে নেমে পড়ে। এ সময় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে জামগড়া এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে আটককৃত ৩টি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা এবং একই সঙ্গে সড়কে আটকে থাকা বেশ কিছু যানবাহনে ভাংচুর চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×