ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেশমার জোড়া ব্রোঞ্জ

প্রকাশিত: ০৬:০২, ১৩ অক্টোবর ২০১৫

রেশমার জোড়া ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে ভারতের পুনেতে চলমান জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। জুনিয়র ও ইয়ুথ মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে উভয় ক্যাটাগরিতে দুটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের জহুরা আক্তার রেশমা। জুনিয়র বিভাগে মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ ও রৌপ্য পেয়েছে স্বাগতিক ভারত। আর ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের জহুরা আক্তার রেশমা। এ ছাড়া ইয়ুথ বিভাগে মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পেয়েছে শ্রীলঙ্কা। রৌপ্য পেয়েছে ভারত এবং ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের রেশমা। ভারত থেকে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব) মহিউদ্দিন আহমেদ জানান, রেশমা পদক পেয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এ জন্য আমরা সবাই খুব খুশি। আমাদের আরও খেলা বাকি আছে। আশা করছি ভাল কিছু হবে। সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভারত থেকে আরও পদক অর্জন করে দেশে ফিরতে পারি।
×