ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজেকেই দায়ী করলেন ধোনি

প্রকাশিত: ০৬:০২, ১৩ অক্টোবর ২০১৫

নিজেকেই দায়ী করলেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ তীরে এসে তরী ডুবেছে। শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল। ব্যাট হাতে অভিজ্ঞ ধোনি, যার স্বীকৃতি আছে একজন গ্রেট ফিনিশার হিসেবে। এমনটা করে করে অভিজ্ঞ তিনি। কিন্তু ৩৪ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে সেটা করতে দিলেন না দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী অনভিজ্ঞ তরুণ উদীয়মান পেসার কাগিসো রাবাদা। মাত্র ৫ রান পেয়েছে ভারত, দুই উইকেট তুলে নিয়েছেন রাবাদা। কানপুরে রবিবার প্রথম ওয়ানডে দলকে জেতাতে পারেননি অধিনায়ক ধোনি। আর সে জন্য নিজেদের রান তাড়া করার ক্ষেত্রে দুর্বলতাকেই দুষছেন তিনি। প্রথম ওয়ানডেতেই হাইস্কোরিং একটা খেলা হয়েছে। তবে ভারত বেশ ভালভাবেই তাড়া করছিল ৩০৪ রানের লক্ষ্যটা। বিশেষ করে রোহিত শর্মা যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যেন ম্যাচ। প্রথমদিকে আজিঙ্কা রাহানেও দারুণ সঙ্গ দিয়েছিলেন তাকে। কিন্তু দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে দারুণভাবে খেলায় ফিরে আসে প্রোটিয়ারা। পরের দিকে শুধু লড়েছেন ধোনি কিছুটা সময়। কিন্তু প্রয়োজনীয় মুহূর্ত অর্থাৎ শেষ ওভারে যখন দলের জয়ের জন্য এই ফিনিশারের টিকে থাকা জরুরী তখনই সাজঘরে ফিরেছেন তিনি। এ বিষয়ে ধোনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত টেম্পারমেন্ট ধরে রাখতে পরিনি। সেটা বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই। যখন আমরা বোলিং করেছি তখন প্রথম ৩০/৩৫ ওভার আমাদের জন্য খুব ভাল ছিল। একইভাবে ব্যাটিংয়ের সময় ৩৫ ওভার পর্যন্ত আমাদের অনেক ভাল গেছে। কিন্তু এখন মনে হচ্ছে আরও কিছু বিষয়ে আমাদের উন্নতির জন্য মনোযোগী হতে হবে। বিকেলের দিকে ব্যাট করাটা সহজ ছিল না। ডিউ ফ্যাক্টরের জন্য বল দেরি করে ব্যাটে আসছিল।’ ধোনি এর আগে শেষ ওভারে উইকেটে থাকলে যেটা করেছেন সেটাই দেখতে চেয়েছিলেন কানপুরের দর্শকরা। চিৎকার করতে করতে দর্শকরা কণ্ঠস্বর কর্কশ করে ফেলেছিলেন, তারা তবুও বলে যাচ্ছিলেন, ‘মারো, মারো’। কিন্তু তা করতে পারেননি ধোনি। ব্যাট করতে নামার পর যেভাবে খেলছিলেন সেটা মাথায় আনলে এদিনও তিনি সেটাই করার মতো অবস্থায় ছিলেন। অথচ যখন চার বা ছক্কা প্রয়োজন তখন পেসার রাবাদার বলে তাঁকেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন আউট হয়ে। ধোনি বলেন, ‘এটা সহজ কাজ নয়, সব সময় একই রকম করা সম্ভব হয়না। বিশেষ করে যখন বিগ শট খেলার চাপ থাকে তখন এটা সব সময়ই হয়ে ওঠে না। যখন উইকেট খুব ভাল থাকে এবং বলটা দারুণভাবে ব্যাটে আসে সে সময় বোলারের গতিটাকে কাজে লাগিয়ে ব্যাটিং করা যায়। কিন্তু এমন উইকেটে যেখানে অধিকাংশ ক্ষেত্রেই লো বাউন্স হয় সেভাবে ব্যাট করাটা কঠিন।’ তবে শেষ ১০ ওভারে প্রোটিয়ারা ১০৯ রান করেছে। যার ফলে কানপুরের উইকেটে প্রথমবার তিন শতাধিক ওয়ানডে ইনিংস হয়েছে। এ মাঠে ২৬০-২৭০ রান অনেক ভাল সংগ্রহ, কিন্তু এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আটকাতে পারলে সেটা অতিক্রম করাটা সহজ হতো বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘এটা খুবই হতাশার যে ফাস্ট বোলারদের জন্য রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থা ছিল এবং তারা ইয়র্কার দিকে পারতো, কিংবা লেন্থটায় হেরফের ঘটিয়ে বৈচিত্র্য আনতে পারত। সেটা তারা করতে পারেনি। যদি আমরা জেতার জন্য কোন সহায়ক কিছু কামনা করি সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আমাদের বেশি রান দেয়া উচিত হবে না। আমরা এদিন দুইবার দুটি করে ওভারে প্রায় ৪০ রানের মতো দিয়েছি। আর এটা ওয়ানডে ফরমেটের জন্য অনেক বেশি।’ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল মুন্সীগঞ্জ ১২ অক্টোবর ॥ সোমবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। তারা ২-১ গোলে শ্রীনগর বড় নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় শ্রীনগর পশ্চিম নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চর মুশুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-১ গোলে ড্র করেছে। এর আগে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বড় রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লকে এবং শ্রীনগর আরদিপাড়া দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চর মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যায়লকে হারিয়ে দেয়।
×