ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে ফরহাদের শতক

প্রকাশিত: ০৬:০৪, ১৩ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লীগে ফরহাদের শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে শতক হাঁকিয়েছেন রাজশাহী বিভাগের ফরহাদ হোসেন। তিনি ১৪৫ রান করেন। আর ফরহাদ রেজা ৫২ রানে অপরাজিত থাকেন। দুই ফরহাদের নৈপুণ্যে বগুড়ায় তৃতীয় দিনশেষে সিলেট বিভাগের বিপক্ষে রাজশাহী ৩৮ রানের লিড নিয়ে শেষ করলেও ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচটি। দ্বিতীয় ইনিংসে সিলেট ১৪ রান করেছে কোন উইকেট না হারিয়ে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে চট্টগ্রামে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৫ রান তুলেছে বরিশাল বিভাগ। ১২২ রানে পিছিয়ে আছে তারা। এর আগে ৭ উইকেটে ৪৬৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল চট্টগ্রাম। মাত্র এক ইনিংস শেষ হওয়ায় এ ম্যাচটিও নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে। তবে প্রথম স্তরের দুটি ম্যাচেই আজ শেষদিনে নাটকীয়তা হতে পারে। ফতুল্লায় ঢাকা বিভাগ ৪ উইকেটে দ্বিতীয় ইনিংসে ৬৫ রান তুলে এগিয়ে ৪০ রানে। এর আগে ঢাকা মেট্রোপলিস ৩৫২ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে। মোশাররফ হোসেন ৫ উইকেট নেন। অপর ম্যাচে খুলনায় স্বাগতিকরা জয়ের সুবাস পাচ্ছে রংপুর বিভাগের বিপক্ষে। খুলনার দ্বিতীয় ইনিংস সঞ্জিত সাহার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২০৮ রানে গুটিয়ে যাওয়ার পর ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে রংপুর দ্বিতীয় ইনিংসে তুলেছে ৬ উইকেটে ৫৮ রান। সঞ্জিত ৭ উইকেট দখলের পর খুলনার আব্দুর রাজ্জাক নিয়েছেন ৪ উইকেট। এখনও তাদের বাকি ৪ উইকেটে প্রয়োজন ১৪২ রানের। স্কোর ॥ তৃতীয় রাউন্ড-তৃতীয় দিনশেষে। প্রথম স্তর । ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো ম্যাচ ঢাকা বিভাগ প্রথম ইনিংস ৩২৭/১০; ১১৩.৪ ওভার (রকিবুল ৯৯, মজিদ ৬৬ নাদিফ ৩৯; আরাফাত ৬/৯৬)। ও দ্বিতীয় ইনিংস-৬৫/৪; ৩২ ওভার (রকিবুল ২১*; শহিদুল ২/৯)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস- আগের দিন ২২১/৪; ৬৬ ওভার (শামসুর ১১৮*, সৈকত ৪৮; মোশাররফ ২/৭৩) ও তৃতীয় দিন-৩৫২/১০; ১২৪ ওভার (শামসুর ১৩৮, শরীফুল্লাহ ৫২, মেহরাব ৩৭; মোশাররফ ৫/১২০, মাহবুবুল ২/৭১)। খুলনা-রংপুর বিভাগ ম্যাচ ॥ খুলনা প্রথম ইনিংস- ২১১/১০; মেহেদী ৬৩; সঞ্জিত ৪/৩৭, সোহরাওয়ার্দী ৪/৮১ ও দ্বিতীয় ইনিংস আগের দিন- ৩০/০; ১৭ ওভার (মেহেদী ১৭*, ইমরুল ১৩*) এবং তৃতীয় দিন-২০৮/১০; ৭৪.৫ ওভার (মেহেদী হাসান ৪১, মিরাজ ৩৩, এনামুল ৩১; সঞ্জিত ৭/৬৪)। রংপুর প্রথম ইনিংস-২২০/১০; ৯৮.২ ওভার (নাসির ৯৬, নাঈম ৪৪; মেহেদী ৬/৫০, রাজ্জাক ৪/৭৭) ও দ্বিতীয় ইনিংস-৫৮/৬; ৩৭.৫ ওভার (নাসির ১৭, নাঈম ১৫*; রাজ্জাক ৪/৪৪, মিরাজ ২/১৩)। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রাম-বরিশাল ম্যাচ ॥ চট্টগ্রাম প্রথম ইনিংস-দ্বিতীয় দিন ৪৪৪/৭; ১৫১ ওভার (তামিম ১৩৭, তাসামুল ১০৭, ইরফান ৪৭; সোহাগ ৩/১১৪, আল আমিন ২/৫৬) ও তৃতীয় দিন- ৪৬৭/৭ ডিক্লে. ১৬১ ওভার (সাইফুদ্দিন ৩০*, সোহাগ ৩/১৩০)। বরিশাল প্রথম ইনিংস-৩৪৫/৯; ৮৬ ওভার (আলআমিন ৭২, সালমান ৫১, শাহরিয়ার ৪৪, শাহীন ৩৮, ফজলে ৩৪; সাইফুদ্দিন ৩/৫৯, মনিরুজ্জামান ২/৬১, সাজ্জাদ ২/৯৯)। সিলেট-রাজশাহী ম্যাচ ॥ সিলেট প্রথম ইনিংস-৩২৮/১০; ১২৮.৫ ওভার (ইমতিয়াজ ১৫৪, রুমন ৮২; সাঞ্জামুল ৪/৭৩, মইনুল ২/৫৬, শাফাক ২/৭১) ও দ্বিতীয় ইনিংস- ১৪/০; ৮ ওভার (ইমতিয়াজ ১২*, শানাজ ২*)। রাজশাহী প্রথম ইনিংস- দ্বিতীয় দিনশেষে ১৮৩/৩; ৪৫.৪ ওভার (ফরহাদ ৮০*, নাজমুল ৬২) ও তৃতীয় দিন-৩৮০/১০; ১১৭ ওভার (ফরহাদ ১৪৫*, রেজা ৫৪*, সাঞ্জামুল ৩৮; রাহাতুল ৫/৮০, কাপালি ৩/৫৪)।
×