ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাচীন লোককাহিনী নিয়ে ‘যক্ষগান’ পরিবেশনা আজ

প্রকাশিত: ০৬:১৪, ১৩ অক্টোবর ২০১৫

প্রাচীন লোককাহিনী নিয়ে ‘যক্ষগান’ পরিবেশনা আজ

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য ‘যক্ষগান’। এতে গান ও নাচের মধ্যদিয়ে বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়। রামায়ণ ও মহাভারতের গল্পসহ হাজার বছরের পৌরাণিক কাহিনী নিয়ে এ নৃত্যনাট্য আবর্তিত। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘যক্ষগান’ পরিবেশন করবে ভারতের ফোক থিয়েটার গ্রুপ। ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান, অভিনয়ের মাধ্যমে প্রাচীন লোককাহিনীকে তুলে ধরবে এ সংগঠনটি। জানা গেছে, এ নৃত্যনাট্যে বাদক দলের বাজনার সঙ্গে নাচ, অভিনয় ও পাঠের মাধ্যমে শিল্পীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করবেন। এতে অঙ্গ সাজসজ্জার এক বিশেষ চমক থাকবে। ভারত থেকে আট সদস্যের একটি দল এই ‘যক্ষগান’ পরিবেশন করবে। এ দলের পরিচালক নাগরাজ যোশী। তাঁর জন্মস্থান কর্ণাটকীতে। তিনি নাটকে বিশেষ ডিগ্রী অর্জনের পাশাপাশি ‘যক্ষগান’ নিয়ে ৩৫ বছর ধরে কাজ করছেন। যক্ষগানের এ পর্যন্ত শতাধিক মঞ্চায়ন করেছে তার দলটি। যক্ষগানের এ দলটি দেশের আরও বিভিন্ন জায়গায় তাদের প্রদর্শনী করবে। এর মধ্যে -সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় ও খুলনা ক্লাবে ১৫ অক্টোবর সন্ধ্যায় এর মঞ্চায়ন হবে।
×