ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নাটকের উপাদানসমূহ’ গ্রন্থের প্রকাশনা ও ‘একজন আমেনা’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:১৪, ১৩ অক্টোবর ২০১৫

‘নাটকের উপাদানসমূহ’ গ্রন্থের প্রকাশনা ও ‘একজন আমেনা’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আগামীকাল বুধবার সন্ধ্যায় জেনেসিস থিয়েটারের উদ্যোগে প্রদীপ কুমার ঘোষ সম্পাদিত ‘থিয়েটার ওয়ার্কশপের প্রয়োজনীয়তার নন্দনচিত্ত এবং নাটকের উপাদানসমূহ’ গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা ও জেনেসিস থিয়েটারের প্রযোজনা ‘একজন আমেনা’ নাটকের তৃতীয় মঞ্চায়ন হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, নাট্যনির্দেশক গোলাম সারোয়ার, আবৃত্তি শিল্পী শফি কামাল, গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী, কবি শাফিকুর রাহী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেনেসিস থিয়েটারের প্রধান নুর হোসেন রানা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেনেসিসের সাধারণ সম্পাদক ইমন খান। এদিকে ওই দিন সন্ধ্যায় জেনেসিসের ‘একজন আমেনা’ নাটকের তৃতীয় মঞ্চায়ন হবে। জামিউর রহমান লেমনের রচনায় এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন দলপ্রধান নূর হোসেন রানা। এ নাটকে চিরচেনা সমাজের বাস্তবতার একটি গল্প তুলে ধরা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইমন খান, প্রদীপ, ইকবাল, তাপসী, আফরোজা, পোলেন, বিজু, আশা, চন্দনা, রিংকু, আদর, শিহাব প্রমুখ। নাটকে আবহ সঙ্গীত বিকাশ ও ফারজানা মিতু, আলোক পরিকল্পনা ফারহানা মিতু, প্রপস সাজেদা সুলতানা সুমি।
×