ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ে জে কে মজলিস

প্রকাশিত: ০৬:১৫, ১৩ অক্টোবর ২০১৫

এই সময়ে জে কে মজলিস

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীত জগতে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত জে কে মজলিস। তার সুর ও সঙ্গীতে বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই শিল্পীর সলো এ্যালবাম অচিরেই প্রকাশ হতে যাচ্ছে। এ লক্ষ্যে ‘ময়না পাখি’ শিরোনামের একটি ভিডিও গানের স্টুডিও ভার্সনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন এসআই শহীদ ও গাজী আবদুল্লাহ। সুর ও সঙ্গীত তার নিজের। এ্যালবামে আটটি গান থাকবে। এখন চলছে তার দ্বিতীয় গান তৈরির কাজ। জে কে তার প্রথম একক এ্যালবাম প্রকাশ প্রসঙ্গে বলেন, আমার সঙ্গীত জীবনের ১৯ বছর পার হতে চলল। এতদিন শুধু অন্যের জন্য গান বানিয়েছি। এবার নিজে গাইছি। ২০০২ সালে ‘একটি হারানো বিজ্ঞপ্তি’ নামের একটা মিক্সড এ্যালবামে ‘মৌ এই নিরবতা’ শিরোনামে প্রথম গান করেন তিনি। সে সময় গানটি অনেকেরই মন কেড়েছিল। তার গান গাওয়ার শুরুটা আরও কয়েক বছর আগে। ১৯৯৭ সালে ‘ট্যানট্রিক’ নামে একটা ব্যান্ড দল গড়েন। নিজের ব্যান্ড এ গান গেয়েছেন। ২০০০ সালে বি এ্যান্ড এইচ স্টার সার্চ কম্পিটিশনে রানার্স আপ হয় ব্যান্ড দলটি। পরে বিভিন্ন কারণে ব্যান্ড দলটি বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে একটা মিক্সড এ্যালবাম প্রকাশ করেছিলেন জেকে। এ্যালবামটির নাম ছিল ‘ইচ্ছে ডানা’। তার সুর ও সঙ্গীত আয়োজনে ওই এ্যালবামে গান গেয়েছিলেন এস আই টুটুল, ন্যান্সি, কনা, শফিক তুহিন, কাজী শুভ, শহীদ, কাজী শাহীন, মারিয়া, জেকে প্রমুখ। বর্তমানে অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন জে কে। ভবিষ্যত দু’মাধ্যমেই মনোনিবেশ করতে চান তিনি।
×