ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম সফর এড়াতে পরামর্শ দিয়েছে

প্রকাশিত: ০৭:০২, ১৩ অক্টোবর ২০১৫

ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম সফর এড়াতে পরামর্শ দিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের সেদেশের সরকার বাংলাদেশের পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে একেবারে প্রয়োজন না হলে সফর করতে নিষেধ করেছে। এ ছাড়া বড় সমাবেশ, মিছিল ও রাজনৈতিক দলগুলোর কার্যালয় এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। সোমবার ব্রিটেনের ফরেন এ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, চট্টগ্রাম শহর এবং এর আশে পাশে সফর করা হলেও বিশেষ প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় যাওয়া উচিত হবে না। সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশে সরকার ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি বরাবরই বিরাজ করছে। চলতি বছরের জানুয়ারিতে বিএনপি জোট সারাদেশে সড়ক, রেল ও নদীপথে অবরোধ ডাকে। কয়েকমাস ধরে ওই অবরোধ ও হরতালে পরিবহনে আগুনে পুড়ে বহু লোকের মৃত্যু হয়। ওই অবরোধ এখনও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়া না হলেও এপ্রিলের তুলনায় বর্তমানে সহিংসতা অনেকখানি কমে এসেছে। তবে এরপরও বিরোধী রাজনৈতিক দলের প্রতিরোধ সমাবেশ সহসাই ভয়াবহ সহিংস রূপ নিতে পারে। যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সহিংস আক্রমণ, আগুন লাগানো ও ভাংচুরের ঘটনা সারাদেশে ঘটতে পারে।
×