ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে যুক্তরাজ্যের নয়া হাইকমিশনার এ্যালিসন ব্লেইক

প্রকাশিত: ০৭:২০, ১৩ অক্টোবর ২০১৫

বাংলাদেশে যুক্তরাজ্যের নয়া হাইকমিশনার এ্যালিসন ব্লেইক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যালিসন ব্লেইক। তিনি রবার্ট গিবসনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি পাকিস্তানের উপ-হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছরের জানুয়ারিতে তাদের ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক। বর্তমানে ঢাকায় কূটনীতিক দায়িত্বপালনকারীদের মধ্যে গিবসন সবচেয়ে পুরনো এবং কূটনৈতিক কোরের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। জানুয়ারিতে তার জায়গায় দায়িত্ব পালন করবেন এ্যালিসন ব্লেইক। লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রী নেয়ার পর লন্ডনে প্রতœতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী। তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। ইসলামাবাদ মিশনে যোগ দেয়ার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কনফ্লিক্ট গ্রুপ’র প্রধান ছিলেন ব্লেইক।
×